
সাবেক এমপি ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. মিনহাজুর রহমান মমতাজের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এ দিন রিমান্ড শেষে মমতাজকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা, মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম, তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
এরআগে গত ১৩ মে মমতাজের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। তবে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।
গত ১২ মে রাত পৌনে ১২টায় তাকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়।
মামলা অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর সেকশনের গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. সাগর। আন্দোলনের সময় গুলিতে আহত হয়ে তিনি পরবর্তীতে মারা যান। এ ঘটনায় ২৭ নভেম্বর সাগরের মা বিউটি আক্তার মিরপুর থানায় হত্যা মামলা করেন।
ওই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মমতাজ বেগমসহ ২৪৩ জনের নাম উল্লেখ এবং আরও আড়াইশ থেকে চারশ’ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মমতাজ বেগম ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের নির্বাচনে পরাজিত হন তিনি।