রিজার্ভ চুরি: ফিলিপাইন থেকে ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

টাইমস রিপোর্ট
2 Min Read
Highlights
  • ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংক থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করতে সফল হয় হ্যাকাররা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরির ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইন থেকে উদ্ধারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বড় ধরনের সাফল্য পেয়েছে।

রোববার দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় আদালতের আদেশে সিআইডি কর্তৃপক্ষ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) অ্যাকাউন্ট থেকে রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে সুইফট পদ্ধতি ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তার মাধ্যমে ফেডারেল রিজার্ভের নিউইয়র্ক শাখায় বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০০ কোটি ডলার চুরির চেষ্টা চালানো হয়।

এর মধ্যে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করতে সফল হয় হ্যাকাররা। চুরি হওয়া অর্থের মধ্যে শ্রীলঙ্কায় পাচার হয় দুই কোটি ডলার, যা পরে উদ্ধার করা হয়েছে। তবে বাকি আট কোটি ১০ লাখ ডলার আরসিবিসি ব্যাংক হয়ে ফিলিপাইনের ক্যাসিনোগুলোতে চলে বলে সে সময়েই মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর তদন্তে জানানো হয়েছিল।

সিআইডি কর্মকর্তারা জানান, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে ফিলিপাইনের আদালত এবং বাংলাদেশের আদালতের সহযোগিতায় ওই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।

এতে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরির মামলায় অর্থ উদ্ধার প্রক্রিয়ায় বড় সাফল্য এসেছে।

সিআইডির একটি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক সহযোগিতা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে ফিলিপাইনে থাকা অর্থ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে জমা দেওয়া হবে।

রোববার বিকালে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ বিস্তারিত জানাবেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *