‘রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত অস্থিতিশীলতা কাটবে না’

টাইমস রিপোর্ট
2 Min Read
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: বিএনপির ফেসবুক পেজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত অস্থিতিশীলতা কাটবে না।

তিনি বলেন, ‘যত দ্রুত আমরা নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে পারব, ততই দেশের অস্থিতিশীলতা কমে যাবে। নির্বাচিত সরকারই জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্রের সব অঙ্গকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। অন্যথায়, এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে এবং অস্থিতিশীল পরিস্থিতি কাটবে না।‘

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হাতিরঝিলে মহানগর প্রজেক্টের বাসায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে যান আমীর খসরু। তিনি নূরের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘আমরা দেশে একটি স্থিতিশীল অবস্থা চাই, এবং মানুষও এটাই চায়। আমরা বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে নিয়ে যেতে চাই এবং একটি স্থিতিশীল পরিবেশে সকলের জীবন যাতে নিরাপদ থাকে, সেটাই আমরা চাই। তবে এ পরিবেশ তৈরি করতে হলে অবশ্যই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার প্রয়োজন।’

তিনি বলেন, ‘নুর যেটা বলেছেন যে, আমরা যত দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারব, সেই সরকারের জনগণের সমর্থন থাকবে এবং তারা রাজনৈতিকভাবে শক্তিশালী হবে। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এ ধরনের অস্থিতিশীল ঘটনা ঘটতেই থাকবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘পিআর পদ্ধতির নির্বাচনের বিষয়ে কোনো সমস্যা নেই, তবে অনেক রাজনৈতিক দলের ভিন্ন চিন্তা, দর্শন ও ভাবনা রয়েছে। তাই ঐকমত্য হতে কিছুটা সমস্যা হচ্ছে। আমরা যেহেতু দেশের নির্বাচনপ্রক্রিয়ার দিকে এগোচ্ছি, এটা আমাদের সকলের জন্য ত্যাগের বিষয়।’

নির্বাচনের মাধ্যমে বিভিন্ন দল তাদের দাবির প্রতি জনগণের সমর্থন নিয়ে সংসদে আসবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের কাঠামো প্রতিষ্ঠিত হবে, যোগ করেন তিনি।

নুরুল হক নুরের চিকিৎসার ব্যাপারে আমির খসরু বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য নুর সিঙ্গাপুর যাচ্ছেন।’

গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৮ দিন চিকিৎসার পর গত সোমবার বাসায় ফিরে যান নুরুল হক নুর।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *