রাজধানীর ডেমরা ধার্মিকপাড়া এলাকায় ট্রাক উল্টে রাসেল শিকদার (৩২) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক সুমন জানান, বৃহস্পতিবার ২টার দিকে একটি ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। পানিতে ডুবে যান ট্রাকের ওপরে শুয়ে থাকা রাসেল। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে মৃত উদ্ধার করেন।
এসআই আরও জানান, ইট বোঝাই করে ট্রাক নিয়ে তারা ডেমরা কোনাপাড়া থেকে নন্দিপাড়ার দিকে যাচ্ছিলেন। তবে ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে।
নিহত রাসেল সিকদারের ভাই আসাদুল ইসলাম সিকদার জানান, তাদের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামে। রাসেল ঢাকার কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় থাকতেন।