বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা বাণিজ্য আলোচনা ওয়াশিংটনে শুরু হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান। তিন দিনব্যাপী এ আলোচনা শেষ হবে বৃহস্পতিবার।
বিবৃতিতে বলা হয়, পূর্ববর্তী আলোচনাগুলোর অগ্রগতির ভিত্তিতে বাংলাদেশ এই দফা আলোচনায় ইতিবাচক ফলাফল পাওয়ার ব্যাপারে আশাবাদী।
এখন, যখন বাংলাদেশ ৩৫ শতাংশ পাল্টা শুল্কের সম্মুখীন, তখন যুক্তরাষ্ট্রের প্রতিযোগী দেশগুলো যেমন ভিয়েতনাম এবং ভারত ২০ শতাংশেরও কম শুল্কের সম্মুখীন।
বড় একটি বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্য নিয়ে বাংলাদেশ তার সবচেয়ে বড় রপ্তানি বাজারে একটি সঠিক প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির চেষ্টা করছে।
এর জন্য বাংলাদেশ ২৫টি বোয়িং বিমানের অর্ডার দিয়েছে, যুক্তরাষ্ট্রের গম আমদানি বাড়ানোর কথা বলছে এবং আমেরিকান তুলার আরো বেশি আমদানি সহজ করতে উদ্যোগ নিচ্ছে।