মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠকে উপদেষ্টা পরিষদ

টাইমস রিপোর্ট
1 Min Read
প্রধান উপদেষ্টার উপস্থিতি ঘিরে সচিবালয়ে কঠোর নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। ছবি: ইউএনবি

সচিবালয়ে শুরু হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক। দ্বিতীয়বারের মত এ বৈঠকে অংশ নিতে সচিবালয়ে গিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা নিজেই।

বৃহস্পতিবার বৈঠকটি সাড়ে ১০টার দিকে সচিবালয়ের নবনির্মিত এক নম্বর ভবনের পঞ্চম তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে শুরু হয়। এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করেন।

এ সময় প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে সচিবালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এক নম্বর গেট ছাড়া অন্য কোনো গেট দিয়ে গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি। এক নম্বর গেটে সোয়াত সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। সচিবালয়ের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর দেখা গেছে, এবং সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ছাড়া কাউকেও প্রবেশ করতে দেওয়া হয়নি।

প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ের ৬ নম্বর ভবনের ত্রয়োদশ তলায় মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করেন মুহাম্মদ ইউনূস। তারপর দ্বিতীয়বারের মতো তিনি সচিবালয়ে গিয়েছেন। তবে নতুন ভবনে এটিই প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠক।

গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক হতো। সরকার পতনের দিন ক্ষতিগ্রস্ত প্রধানমন্ত্রীর কার্যালয় সংস্কার করে সেটিকেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে রূপান্তর করা হয়। তারপর থেকে নিয়মিতভাবে সেখানেই উপদেষ্টা পরিষদের বৈঠক হচ্ছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *