মুরাস কোচের সতর্কবার্তা: ‘আবাহনী অভিজ্ঞ দল, তবে আমরা জিততে চাই’

টাইমস স্পোর্টস
2 Min Read
আবাহনী ম্যাচের আগে প্রেস কনফারেন্সে মুরাস কোচ পুকভ সার্ভেই। ছবি: টাইমস

দেশের ঘরোয়া ফুটবল মৌসুম এখনও শুরু হয়নি, এর মধ্যেই আন্তর্জাতিক আসরে মাঠে নামতে যাচ্ছে দুই ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে আবাহনীর প্রতিপক্ষ কিরগিজস্তানের বর্তমান চ্যাম্পিয়ন মুরাস ইউনাইটেড। আজ সকালে চাটার্ড ফ্লাইটে ঢাকায় পৌঁছেছে অতিথি দলটি।

ম্যাচের আগের দিন আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুরাস ইউনাইটেডের প্রধান কোচ পুকভ সার্ভেই ও অধিনায়ক জাপারভ আমির। অধিনায়কের ভাষায়, ‘আমরা প্রস্তুতি নিয়ে এসেছি। কাল সেরাটা দেব, জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামব।’

মুরাস ইউনাইটেডের বয়স মাত্র দুই বছর, এএফসি প্রতিযোগিতায় তাদের এটাই প্রথম অভিযান। তবু ঢাকার পুরনো প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না কিরগিজ কোচ। ‘আবাহনী এএফসি টুর্নামেন্টে অভিজ্ঞ দল। ঘরোয়া লিগে বহুবার চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের খেলোয়াড়দেরও যথেষ্ট অভিজ্ঞতা আছে, কাল আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

আবাহনীর বিপক্ষে কিরগিজ ক্লাবগুলোর বিরুদ্ধে বাংলাদেশের সাফল্য খুব বেশি নয়। গত এক দশকে এএফসি আসরে কিরগিজ প্রতিপক্ষের বিপক্ষে জয়ের রেকর্ড নেই। এ প্রসঙ্গে মুরাস কোচ বলেন, ‘যে দুই দলের কথা বললেন তারা কিরগিজ ফুটবলের অভিজ্ঞ ক্লাব। আমরা নতুন হলেও নিজেদের ঐতিহ্য গড়তে চাই।’

প্রতিপক্ষকে নিয়ে কোচের ধারণা সীমিত। ‘এখন পর্যন্ত আমরা আবাহনীর একটি ম্যাচই দেখতে পেয়েছি, ২৭ মে’র ম্যাচ। সেটি বিশ্লেষণ করে প্রস্তুতি নিয়েছি। আমাদের দলে অর্ধেক স্থানীয় ও অর্ধেক বিদেশি খেলোয়াড়। দলগত পরিবেশ ভালো, যা জয়ের জন্য সহায়ক হবে।’

ম্যাচ শুরু হবে বিকেল পাঁচটায়। কিরগিজস্তানের ঠান্ডা আবহাওয়া থেকে এসে ঢাকার গরম ও আর্দ্রতায় মানিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ হবে অতিথি দলের জন্য। কোচের ভাষায়, ‘আমরা টাইম জোনের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি। তবে এখানকার গরম ও আর্দ্রতা খেলোয়াড়দের জন্য কঠিন পরীক্ষা হবে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *