মিটফোর্ড হত্যার প্রতিবাদে উত্তাল সারাদেশ

টাইমস রিপোর্ট
7 Min Read
মিটফোর্ড হত্যায় দেশব্যাপী বিক্ষোভ মিছিল। ছবি: টাইমস

রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে ও পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ কর্মসূচি।

রাজধানীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী সমাজ’ ব্যানারে এ বিক্ষোভ হয়।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষার্থীরাও দুপুরের দিকে বিক্ষোভ করেছেন। ইডেন কলেজ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেন।

এর আগে শুক্রবার রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শি ছাত্র-জনতা। এসব বিক্ষোভে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। টাইমস অব বাংলাদেশের জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:

রাজবাড়ী: শনিবার সকাল ১১টায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সাধারণ জনগণ ও রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পান্না চত্বর হয়ে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আজকের এই দিন দেখার জন্য কি আমরা দেশ স্বাধীন করেছিলাম? এখন প্রকাশ্যে চাঁদাবাজি ও হত্যাকাণ্ড চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে আমরা মর্মাহত। ছাত্রজনতা প্রয়োজনে আবারও রক্ত দেবে, কিন্তু এই বাংলায় স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে দেবে না।

গোপালগঞ্জ: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে। এতে বিভিন্ন অনুষদের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ বলেন, ‘অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশাসনের নিস্ক্রিয়তা ও বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। জনগণের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।’

নীলফামারী: নীলফামারীর ডোমারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ জনগণ। শনিবার সকাল ১১টার দিকে ডোমার বাজার রেলগেট সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার, ফেস্টুন হাতে কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা সোহাগ হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

ঠাকুরগাঁও: জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বড় মাঠ থেকে ছাত্রজনতার একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের চৌরাস্তায় এসে এক ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

অন্যদিকে, একই ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় থেকে চৌরাস্তায় এসে ঘন্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

মুন্সীগঞ্জ: মানববন্ধন কর্মসূচি পালন করছে, বৈষম্যবিরোধী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখা।

শনিবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই চার সংগঠনের নেতাকর্মীরা ঘণ্টাব্যাপী প্রতিবাদ মানববন্ধ করেন। এ সময় বিক্ষোভে ‘চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন।

মানববন্ধনে ও বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, এক যুবদল নেতা আরেক যুবদল কর্মীকে যেভাবে পাথর দিয়ে মেরেছে। এটা আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়েছেন। অভিযুক্ত মাহিন ও রবিনসহ জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে ক্যাম্পাসে মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা দ্রুত এই ন্যক্কারজনক এবং পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার দাবি করে নতুন করে ফ্যাসিবাদ সৃষ্টির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সিলেট: শুক্রবার রাতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এদিন শত শত শিক্ষার্থী রাত ১০টায় বিক্ষোভ মিছিল বের করেন। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল থেকে মিছিল শুরু হয়ে বঙ্গবন্ধু হলে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিটফোর্ড হত্যার প্রতিবাদে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: টাইমস

বিক্ষোভ সমাবেশে ছাত্র নেতারা বলেন, ‘শিক্ষার্থীরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি, করবেও না। দেশের প্রতিটি কোণে শান্তি, ন্যায়বিচার এবং নিরাপত্তা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।’

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া পৌর শাখা।

শনিবার বিকাল সাড়ে ৫টায় শহরের বড়বাজার এলাকা থেকে মিছিলটি বের করে শহরের মজমপুরে মজমপুরে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতারা। এ ছাড়া সমাবেশ থেকে দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

ফরিদপুর: ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্র-জনতা। এ সময় তারা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সারাদেশে চাঁদাবাজির অভিযোগ তুলে হুঁশিয়ারি দেন।

শনিবার বিকাল ৫টায় ছাত্র-জনতার ব্যানারে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ব্রাহ্মসমাজ সড়ক ও প্রধান সড়ক হয়ে ফরিদপুরে প্রেস ক্লাব চত্ত্বরে এসে শেষ করেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

লালমনিরহাট: ঢাকার মিডফোর্ড এলাকায় ব্যবসায়ীকে পাথর দিয়ে বর্বরোচিত হত্যাকাণ্ডসহ দেশজুড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা।

শনিবার বিকালে লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় চত্বরে এ কর্মসূচি পালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আগে, একই দাবিতে মিশন চত্বরে মানববন্ধন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের নেতারা।

ঝালকাঠি: সকাল ১১টায় ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেস ক্লাব সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

যশোর: যশোর প্রেস ক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে প্রতিবাদী মানববন্ধন করা হয়। এতে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে প্রেস ক্লাব চত্বর।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দোষীরা বিচার ও শাস্তির বাইরে থেকে যাওয়ায় অপরাধের হার বেড়েই চলেছে। ফলে, সাধারণ মানুষের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা।

নওগাঁ: সকাল সাড়ে ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে ‘নওগাঁ সংগ্রামী ছাত্র-জনতা’র ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মুক্তির মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

টাঙ্গাইল: বিকালে জেলা গণতান্ত্রিক ছাত্র সংসদ টাঙ্গাইল শহরের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে গিয়ে শেষ হয়। পরে নিরালা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

রাঙামাটি: রাঙামাটি শহরের বনরূপা জামে মসজিদের সামনে মিছিল শুরু করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘খুন, চাঁদাবাজি আর নয়’, ‘সকল হত্যার বিচার চাই’, ‘বর্বরতার বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ’ ইত্যাদি স্লোগান দেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *