জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সমবেত হচ্ছেন হাজার হাজার জনতা। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই তারা জড়ো হচ্ছেন ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের অনুষ্ঠানে। স্লোগানে স্লোগানে জনস্রোত ক্রমেই বাড়ছে।
অনেকে গাছের নিচে আশ্রয় নিয়েছেন, আবার অনেকেই ছাতা মেলে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। জনতার অনেকে নিয়ে এসেছেন জাতীয় পতাকা, আবার কেউ কেউ জুলাই সনদের ব্যাজ পড়েছেন।
এ দিনটি ‘৩৬ জুলাই’ নামে রাজধানীতে উদযাপিত হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে, শিল্পকলা একাডেমি এই দিনটি উদযাপনে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
সূচি অনুযায়ী, সকাল ১১টা ২০ মিনিটে সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশন করে, এরপর রয়েছে কলরব শিল্পীগোষ্ঠীর পরিবেশনা। দুপুরের পর, চিটাগাং হিপহপ হুড, সেজান, শূন্য ব্যান্ড পারফর্ম করে। বিকেল ৫ টায় ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা তার ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন, ৫ আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক এই ঘোষণাপত্র পাঠ করা হবে এবং দেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের উপস্থিতি থাকবে।
রাত সাড় ৮টায় জাতির উদ্দেশে টেলিভিশন ও বেতারে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।