মানিকগঞ্জের আদালতে মমতাজ, ডিম-জুতা নিক্ষেপ

টাইমস রিপোর্ট
2 Min Read
মানিকগঞ্জ আদালত চত্বরে সম্প্রতি মমতাজের ওপর ডিম ও জুতা নিক্ষেপ করেন বিএনপির নেতাকর্মীরা। ছবি: ভিডিও ক্লিপ থেকে নেওয়া
Highlights
  • আদালত প্রাঙ্গণে মমতাজকে নিয়ে আসার সময় বিএনপির নেতা-কর্মীরা মমতাজের ওপর ডিম ও জুতা নিক্ষেপ করেন। তারা বিক্ষোভের পাশাপাশি ফাঁসির দাবিতে নানা স্লোগান দেন।

মানিকগঞ্জে হত্যা ও হামলার পৃথক মামলায় সাবেক  এমপি ও সংগীতশিল্পী মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।  বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ দুটি মামলার শুনানি হয়।

আদালত প্রাঙ্গণে মমতাজকে নিয়ে আসার সময় বিএনপির নেতা-কর্মীরা মমতাজের ওপর ডিম ও জুতা নিক্ষেপ করেন। তারা বিক্ষোভের পাশাপাশি ফাঁসির দাবিতে নানা স্লোগান দেন।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, বৃহস্পতিবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে করে মমতাজ বেগমকে আদালতের আনা হয়।

আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন।

এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন।

এছাড়া, তার নির্বাচনি এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে।

গত ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মামলাটি করেছিলেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুহম্মদ আব্দুন নূর ও ৩ এর বিচারক আইভি আক্তারের আদালতে মমতাজ বেগমের বিরুদ্ধে মামলার শুনানি শুরু হয়।

সিংগাইর থানার হত্যা মামলায় মমতাজ বেগমের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। আর হরিরামপুর থানার মারামারির মামলায় তাকে রিমান্ডে চাওয়া হয়েছে ৫ দিন।

এর আগে, ঢাকায় বেশ কিছু থানায় হওয়া হত্যা মামলায় মমতাজ চার দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *