রাবাতের শান্ত দুপুরে বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে নতুন সম্ভাবনার একটি দ্বার খুলে গেল। আজ, ২ জুলাই ২০২৫, মরক্কোর রাজধানীতে অবস্থিত রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে পৌঁছান বাংলাদেশের মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান ফেডারেশনের সেক্রেটারি জেনারেল তারিক নাজেম ও ডিরেক্টর হাসান খারবোশ।
পরিদর্শনের শুরুতেই উপদেষ্টা ঘুরে দেখেন মরক্কোর আধুনিক ফুটবল কমপ্লেক্স—যেখানে রয়েছে প্রশিক্ষণ মাঠ, আন্তর্জাতিক মানের মেডিকেল ও রিহ্যাবিলিটেশন সেন্টার, এবং আলাদা ফিটনেস ইউনিট। প্রতিটি পর্যায়ে ফুটবলারদের বিকাশের জন্য কেমন পরিকাঠামো প্রয়োজন, সেটার বাস্তব রূপ যেন নিজ চোখে দেখলেন তিনি।
ফেডারেশনের কর্মকর্তারা তুলে ধরেন মরক্কোর ফুটবলের কাঠামো, খেলোয়াড় তৈরির পদ্ধতি, এবং ব্যবস্থাপনা কৌশল। আলোচনা হয় দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়েও। আলোচনার এক পর্যায়ে মরক্কোর পক্ষ থেকে প্রস্তাব আসে—বাংলাদেশের ফুটবলের উন্নয়নে তারা কারিগরি প্রশিক্ষণ, কোচিং, এবং ব্যবস্থাপনাগত বিভিন্ন দিক নিয়ে সহযোগিতা করতে আগ্রহী।
এই আন্তরিক প্রস্তাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাননীয় উপদেষ্টা। পাশাপাশি মরক্কোর সাম্প্রতিক বিশ্বকাপ সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, “বাংলাদেশে মরক্কো জাতীয় দলের একটি বিশাল ভক্তগোষ্ঠী রয়েছে। তাদের পারফরম্যান্স আমাদের নতুন অনুপ্রেরণা দেয়।”
তিনি আরও বলেন, ক্রীড়াক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন হতে পারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ম্যাচ শুধু মাঠেই নয়, সম্পর্কের বাঁধনেও যুক্ত করতে পারে নতুন মাত্রা।
এছাড়াও বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি ফুটবল ইকোসিস্টেম গড়ে তুলতে মরক্কোর অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ও পরামর্শকে কাজে লাগানোর ওপর জোর দেন উপদেষ্টা।
সাক্ষাতের শেষ প্রান্তে দুই পক্ষই আশাবাদ ব্যক্ত করেন, এই পরিদর্শন দুই দেশের ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার একটি টেকসই ভিত্তি গড়ে তুলবে। মরক্কোর মতো একটি সফল ফুটবল দেশের সঙ্গে একাত্মতায় এগিয়ে যাওয়ার স্বপ্নটা, হয়তো এখন বাংলাদেশের জন্য আর তেমন দূরের নয়।