সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর মঞ্চে দারুণ ছন্দে এগিয়ে চলেছে স্বাগতিক বাংলাদেশ। ঢাকার বসুন্ধরা কিংসের প্রস্তুতি মাঠে নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে টানা চার ম্যাচে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এই জয়ে শুধু অপরাজেয় ধারাই ধরে রাখেনি বাংলাদেশ, বরং গ্রুপের শীর্ষস্থানেও নিজেদের অবস্থান পোক্ত করেছে।
তৃষ্ণার জোড়া গোল, স্বপ্নার দুর্দান্ত ফিনিশ
ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আধিপত্য দেখাতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধের ৩৩তম মিনিটেই গোলের খাতা খুলে দেন তৃষ্ণা রানি। তার নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে নেমে আরও আগ্রাসী হয়ে ওঠে পিটার বাটলারের শিষ্যরা। ৬৫ মিনিটে তৃষ্ণাই আবারও লক্ষ্যভেদ করে দলকে ২-০ তে এগিয়ে দেন। এরপর ৭৪তম মিনিটে আসে তৃতীয় গোলটি। প্রতিপক্ষের রক্ষণভাগ ছিন্নভিন্ন করে দুর্দান্ত এক গোল করেন স্বপ্না রানি।
তার শটটি এতটাই নিখুঁত ছিল যে গোলরক্ষক কোনো প্রতিক্রিয়া জানানোর সুযোগই পাননি।
মাঠে আধিপত্য, মন জয় গ্যালারিতে
পুরো ম্যাচজুড়েই একচেটিয়া দাপট ছিল বাংলাদেশের মেয়েদের। বল পজেশন, আক্রমণ, শর্ট পাসে এগিয়ে থাকা এবং প্রতিপক্ষকে চাপে রাখা—সবদিক থেকেই একচেটিয়া নিয়ন্ত্রণে রেখেছিল লাল-সবুজ দল।
ভুটান ম্যাচে যেন রক্ষণে আটকে ছিল পুরোটা সময়, মাঝেমধ্যে কিছু পাল্টা আক্রমণ করলেও সেগুলো খুব একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারেনি।
টানা চার ম্যাচে জয়, শীর্ষে বাংলাদেশ
এই ম্যাচসহ চারটি ম্যাচেই জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। প্রতিপক্ষদের বিপক্ষে গোলের উৎসবে মেতে ওঠা এই দল এখন শুধু শিরোপার দিকে নয়, বরং ভবিষ্যতের সম্ভাবনার প্রতিও ইঙ্গিত দিচ্ছে।
এখন প্রশ্ন—এই ফর্ম ধরে রেখে কি তারা চ্যাম্পিয়ন হয়ে উঠতে পারবে? উত্তর সময়ই দেবে, তবে মাঠের পারফরম্যান্স বলছে—এই বাংলাদেশ দলকে থামানো কঠিন।