ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার হৃদ্রোগ চিকিৎসায় করোনারি স্টেন্টের নতুন দাম নির্ধারণ করেছে। এর ফলে দেশের মানুষ আগের চেয়ে কম দামে স্টেন্ট পাবে। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক স্মারকে এ কথা বলা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা অ্যাবোট, বোস্টন সায়েন্টিফিক ও মেডট্রোনিক তিনটি কোম্পানির ১১টি স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য নতুনভাবে নির্ধারণ করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ বা কমিশন ও কোম্পানিগুলোর যুক্তিসংগত মুনাফা বিবেচনায় রেখে মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এর ফলে মানুষ আগের চেয়ে কম দামে স্টেন্ট কিনতে পারবে।
বাজারে মেডট্রোনিক কোম্পানির রেজুলুট ওনিক্স নামের স্টেন্টের দাম এখন ১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা। প্রতিবেশী ভারতে একই স্টেন্ট রোগীরা কেনেন ৫৭ হাজার ৪৫৫ টাকায়। সরকার এখন এর মূল্য ঠিক করেছে ৯০ হাজার টাকা।
বোস্টন সায়েন্টিফিক কোম্পানির সিনার্জি এক্সডি নামে স্টেন্টের দাম এখন ১ লাখ ৮৮ হাজার টাকা। ভারতে এর মূল্য বাংলাদশি মুদ্রায় ৫৭ হাজার ৪৫৫ টাকা। এখন থেকে এই স্টেন্ট রোগীরা এক লাখ টাকায় কিনতে পারবেন।
মন্ত্রণালয়ের স্মারকে প্রতিটি স্টেন্টের বর্তমান মূল্য, ভারতের মূল্য (বাংলাদেশি মুদ্রায়) এবং অনুমোদিত নতুন মূল্য দেওয়া হয়েছে। ১০টি স্টেন্টের দাম আগের চেয়ে কমেছে।
একটি আগের মতোই আছে। সেটি অ্যাবোট কোম্পানির জেনিস এক্সপেডিশন নামের স্টেন্ট। এর এখনকার দাম ৭১ হাজার ৫০০ টাকা। নতুন দামও তাই। এটি ভারতে বিক্রি হয় ৫৭ হাজার ৪৫৫ টাকায়।
স্মারকে আরও বলা হয়েছে, স্টেন্ট ব্যবহারের সময় সর্বোচ্চ ৫ শতাংশ সার্ভিস চার্জ রাখতে পারবে হাসপাতালগুলো। ঠিক দামে স্টেন্ট বিক্রি হচ্ছে কি না, তা তদারক করা হবে বলেও মন্ত্রণালয়ের স্মারকে বলা হয়েছে।