ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও লুটপাটের ঘটনার জন্য সরকারের ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার ও প্রশাসনের ব্যর্থতা এখানে স্পষ্ট। আগে থেকেই যদি সতর্ক ব্যবস্থা নেওয়া হতো, তাহলে দেশের বদনাম হতো না।’
ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও জনতার প্রতিবাদ মিছিলের সুযোগে সোমবার (৭ এপ্রিল) দুর্বৃত্তরা সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বগুড়া ও আরও কয়েকটি জেলায় কেএফসি, পিৎজা হাট ও বাটার শোরুমসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এরইমধ্যে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ছাত্রদলের সমাবেশে সালাহ উদ্দিন সমালোচনা করে বলেন, ‘ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল’। তিনি বলেন, ‘বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ যে নির্দেশনা ছিল, তা তারা সরিয়ে দিয়েছিল। এর মাধ্যমে তারা ইসরায়েলকে স্বীকৃতি দেয়, অথচ জনসমক্ষে মুসলিমদের পক্ষে আবেগ দেখায়।’
তিনি আরও বলেন, ‘বিশ্ব মুসলিম নেতৃত্বের প্রতি আমাদের আহ্বান, আপনারা নির্যাতিত মুসলিমদের পক্ষে সোচ্চার হোন। ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া শক্তিধর রাষ্ট্রগুলোর ওপর চাপ তৈরি করুন।’
বিএনপি নেতা আরও দাবি করেন, ‘হাসিনা সরকার ইসরায়েল থেকে আড়িপাতার যন্ত্র পেগাসাস স্পাইওয়্যার কিনেছিল। আজ তিনি যেখানেই আশ্রয় নিন না কেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের ইসলামবিদ্বেষী ফ্যাসিবাদের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে যাবে।’
সমাবেশে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, ‘যেসব রাষ্ট্র গণহত্যার পরেও নিশ্চুপ, তাদের আমরা ধিক্কার জানাই।’
সমাবেশটি পরিচালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।