আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট দুর্ঘটনায় পড়ার একদিন পর শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনায় বিমানের ২৪২ আরোহীর মধ্যে মাত্র একজন বেঁচে আছেন—বিশ্বাসকুমার রমেশ নামে এক যুবক। এদিন হাসপাতালে গিয়ে দেখা করেন মোদি।
বিবিসি জানিয়েছে, প্রায় ২০ মিনিট দুর্ঘটনাস্থলে অবস্থান করেন মোদি। এ সময় তিনি উদ্ধারকর্মীদের সঙ্গে কথা বলেন। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিমান পরিবহনমন্ত্রী কিঞ্জারাপু রাম মোহন নাইডু এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে সাংবাদিকদের সাথে কথা বলেননি প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি একটি মেডিকেল কলেজ হোস্টেলের ভবনে আছড়ে পড়ে। মুহূর্তেই বিমানটিতে আগুন ধরে যায়, ২৪২ আরোহী মারা যাওয়ার পাশাপাশি ওই ভবনের কয়েকজন শিক্ষার্থী নিহত হন।
মোদি এক বিবৃতিতে বলেন, ‘আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এত মানুষের প্রাণহানি ভাষায় প্রকাশযোগ্য নয়।’