তাহসান ও মিথিলার কন্যা আইরা। বাবা-মা দুজনেই শোবিজের হওয়ায় অভিনয়টা জন্মগতভাবে পেয়েছেন বলা যায়। তবে তাকে তেমন কোনো কাজে দেখা যায়নি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে আইরা অভিনীত প্রথম বিজ্ঞাপনচিত্র। যেখানে রয়েছেন মা মিথিলাও। একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনচিত্রটি বানিয়েছেন পিপলু আর খান।
বিজ্ঞাপনচিত্রটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে মিথিলা বলেন, ‘প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল; তারা মা এবং এক টিনএজ মেয়ের গল্পে বিজ্ঞাপনচিত্র বানাতে চায়। তো, সেটা বাস্তবেও আমাদের সঙ্গে বেশ মিলে যায়। কারণ আমরা মা-মেয়ে বন্ধুর মতো। পরে ভেবে-চিন্তে রাজি হই।’
কন্যার প্রথম অভিনয় নিয়ে মিথিলার বক্তব্য, ‘যদিও এটা বিজ্ঞাপনচিত্র, তবু এখানে অভিনয়টা রয়েছে। সে অর্থে আইরার প্রথম অভিনয় এবং আমার সঙ্গেও একটা গুরুত্বপূর্ণ কাজ হলো। গল্পটা শোনার পরই ও রাজি হয়েছিল। এরপর অডিশন নেওয়া হয়, সেখানে বেশ ভালো করেছিল আইরা। তবু শুটিংয়ের শুরুতে একটু নার্ভাস ছিল। নির্মাতাকে ধন্যবাদ, তিনি সামলে নিয়েছিলেন। ইউনিটের সবাই বলেছিল, ওর অভিনয়টা একদম সাবলীল হয়েছে।’
মিথিলা জানান, জুলাইয়ের শেষ সপ্তাহে শুটিং করেছিলেন। ‘ছুটির দিনে যেহেতু বাড়িতে মা-মেয়ে একসঙ্গে সময় কাটাই, সেদিক থেকে শুটিং করছি মনেই হয়নি। দুজনে একসঙ্গে কাজ করেছি। তবে আইরার অনেকটা কষ্ট হয়েছে। ও তো কখনও শুটিং করেনি, এটা ভীষণ কষ্টের কাজ। ফলে ওর জন্য দিনটি সহজ ছিল না। আমাদের কল টাইম ছিল সকাল সাড়ে ৭টায়, এরপর একদম রাত পর্যন্ত। সেটে এত লাইট, লোকজন এসবের সঙ্গে তো সে অভ্যস্ত না, তারপর পারফর্ম করা। আমি ছিলাম সঙ্গে, ইউনিটও ভীষণ সাপোর্টিভ ছিল, যার কারণে উতরে গেছি বলা যায়’,—বলেন মিথিলা।
মা-মেয়ের জন্য দিনটি অন্যসব দিনের মতোই ছিল। তবে পূর্ব অভিজ্ঞতা না থাকায় ভোর থেকে রাত পর্যন্ত শুটিং করতে আইরার বেশ কষ্ট হয়েছিল।