বান্দরবানের আলীকদম উপজেলায় মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুন্নি পাল (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম বাজারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মুন্নি পাল খাগড়াছড়ির রামগড় এলাকার তপন ত্রিপুরার মেয়ে। তিনি স্বামী বিকাশ পালের সঙ্গে আলীকদমে বসবাস করতেন। তিনি চার সন্তানের জননী।
বিকাশ পাল বলেন, ‘সকালে মোবাইল চার্জ দেওয়ার বিদ্যুৎস্পৃষ্ট হন মুন্নি। দ্রুত তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহিরউদ্দিন জানান, মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।