বাংলাদেশ পন্থীদের জয়ের পথ সুগম হয়েছে: আসিফ মাহমুদ

টাইমস রিপোর্ট
2 Min Read
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি: ফেসবুক পেজ থেকে নেওয়া

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে স্বাগত জানিয়ে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন,‘আজ বাংলাদেশ পন্থীদের জয়ের পথ সুগম হয়েছে।’

শুক্রবার রাতে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

তিনি সেখানে লিখেছেন,‘ এই বোঝাপড়াটা জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে চলমান থাকলে বাংলাদেশের বিজয় সুনিশ্চিত।’

এরপরই সতর্ক করে সরকারে এ উপদেষ্টা লেখেন,‘তবে, অন্তর্ঘাতকারীদের থেকে সর্বদা সতর্ক থাকতে হবে। প্রতিবার ব্যর্থ হলেও এরা আবার নতুন ষড়যন্ত্র নিয়ে হাজির হয়।’

এর আগে, নির্বাচনের দিনক্ষণ নিয়ে বিরোধের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে দেড় ঘণ্টার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

শুক্রবার লন্ডনে এ বৈঠক থেকে সিদ্ধান্ত আসে ‘সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহেও (অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে) নির্বাচন আয়োজন করা যেতে পারে।’

দেওয়া হয় যৌথ বিবৃতি। যৌথ বিবৃতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মোহাম্মদ শফিকুল আলম।

সরকারের পক্ষ থেকে এপ্রিলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য সময় নির্ধারণ করে ঘোষণা ছিল। বিএনপি চাইছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এনিয়ে সরকার এবং বিএনপির মধ্যে টানাপোড়ন চলছিল। যা ইউনূস-তারেক বৈঠকের মধ্যদিয়ে নিরসন হলো।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *