বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের আম্পায়ার্স প্যানেলে জেসি

টাইমস স্পোর্টস
2 Min Read
বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন সাথিরা জাকির জেসি, খবরটা মাত্র এক দিন পুরনো। এর মাঝেই আরো একটা সুখবর পেলেন বাংলাদেশের সাবেক এই নারী ক্রিকেটার। ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি সিরিজের আম্পায়ার্স প্যানেলে জায়গা পেয়েছেন সাবেক এই অফ স্পিনার। বুধবার আনুষ্ঠানিক ঘোষণায় আসন্ন এই সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এরই মাধ্যমে জেসির নাম যুক্ত হতে যাচ্ছে অনন্য এক তালিকায়, যেখানে তিনিই হবেন পুরুষদের ম্যাচ পরিচালনা করা প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার। জেসি-সহ বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের আম্পায়ার্স প্যানেলে আছেন চারজন। যদিও জেসি অনফিল্ড আম্পায়ারিং করবেন না। সিরিজের প্রথম ও শেষ ম্যাচে ফোর্থ আম্পায়ার ও দ্বিতীয় ম্যাচে তাকে দেখা যাবে থার্ড আম্পায়ার হিসেবে।

প্রথম টি-টোয়েন্টিতে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। দ্বিতীয় ম্যাচে মূল দায়িত্বে তানভীরের সাথে দেখা যাবে মুকুলকে, থার্ড আম্পায়ার জেসি। শেষ ম্যাচে মুকুল ও মোর্শেদ অনফিল্ড আম্পায়ার। ফোর্থ আম্পায়ার জেসি ও থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর।

সিলেটে প্রথম টি-টোয়েন্টি দিয়ে আগামী ৩০ আগস্ট শুরু হচ্ছে এই সিরিজ। ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।

আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে ২০২৪ সালে আম্পায়ার হিসেবে জায়গা পান জেসি। এরপর নারীদের বেশ কয়েকটি বড় ইভেন্টে ম্যাচ পরিচালনার কাজে যুক্ত ছিলেন তিনি। এর মধ্যে বড় আরেকটা সুযোগও আসছে তার সামনে। ভারত ও শ্রীলংকা মিলিয়ে হতে যাওয়া আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকাভূক্ত হয়েছেন জেসি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *