চলতি বছর দেশে অপরাধ প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে, এমন দাবি পুরোপুরি সমর্থনযোগ্য নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ পুলিশের সদর দপ্তরের তথ্য উদ্ধৃত করে বলেন, ‘গত ১০ মাসে বড় ধরনের সহিংস অপরাধের ক্ষেত্রে স্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে।’
তিনি বলেন, সাম্প্রতিক কিছু গণমাধ্যম প্রতিবেদনে চলতি বছরে অপরাধের উল্লেখযোগ্য বৃদ্ধির কথা বলা হচ্ছে, যা নাগরিকদের মধ্যে ভয় ও অনিরাপত্তা বাড়াচ্ছে।
আজাদ জানান, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পুলিশের আনুষ্ঠানিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, দেশে অপরাধের তীব্র বৃদ্ধি ঘটেছে- এমন দাবি তথ্যনির্ভর নয়।
তার ভাষায়, ‘এসব ঘটনা কোনো অপরাধ-জোয়ারের লক্ষণ নয়; বরং সবচেয়ে গুরুতর অপরাধের হার কমেছে বা স্থিতিশীল রয়েছে।’
উপ-প্রেস সচিব আরও বলেন, ‘কেবল কিছু নির্দিষ্ট ধরণের অপরাধ বেড়েছে।’
তিনি যোগ করেন, ‘নাগরিকদের অবশ্যই সচেতন থাকতে হবে, তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে- পরিসংখ্যানে তারই প্রতিফলন রয়েছে।’
তিনি বিগত পাঁচ বছর এবং গত ১০ মাসের অপরাধ পরিসংখ্যানের দুটি ছকও উপস্থাপন করেন। সব পরিসংখ্যান পুলিশের সদর দপ্তর থেকে সরবরাহ করা।