বড়পুকুরিয়া খনির নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু

টাইমস রিপোর্ট
2 Min Read
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি। ছবি : বাসস

দেড় মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে।

খনির ১৪০৬ নম্বর নতুন ফেজ থেকে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৯৪ লাখ টন।

রোববার দুপুর থেকে নতুন ফেজের কয়লা উত্তোলন শুরু হয় বলে জানিয়েছেন খনির ব্যবস্থাপনা পরিচালক মো. আবু তালেব ফারাজি।

বার্তা সংস্থা বাসসকে তিনি বলেন, ‘দুপুর ১২টা থেকে কয়লা খনির নতুন ১৪০৬ নম্বর ফেজ থেকে পুরোদমে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে। এর আগে শনিবার সকালে এই ফেজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছিল।’

বড়পুকুরিয়া কয়লা খনির অবস্থান দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায়। ১৯৮৫ সালে এই খনি আবিষ্কৃত হয়। পুরো খনি এলাকার আয়তন তিন বর্গকিলোমিটার। খনির গভীরতা স্থানভেদে ১১৮ মিটার হতে ৫০৯ মিটার।

আবু তালেব ফারাজি জানান, গত ২৩ জুন কয়লা খনির ১৩০৫ নম্বর পুরোনো ফেজের মজুত কয়লা শেষ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হয় এবং সেখান থেকেই কয়লা উত্তোলন শুরু হয়েছে।

নতুন এই ফেজ থেকে শুরুতে প্রতিদিন ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টন এবং পরবর্তীতে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টন কয়লা উত্তোলনের পরিকল্পনা রয়েছে বলে জানান খনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী খান মো. জাফর সাদিক।

উত্তোলিত এই কয়লা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *