বজ্রপাতে চার জেলায় ৬ জনের মৃত্যু

টাইমস রিপোর্ট
1 Min Read
প্রতীকী ছবি, ইউকি

বজ্রপাতে প্রাণ হারিয়েছেন দেশের চার জেলার ছয় জন। বুধবার (১৬ এপ্রিল) গাজীপুর, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীতে এসব ঘটনা ঘটে। নিহতরা সবাই কৃষিকাজ ও ধান কাটার সময় বজ্রপাতে মারা যান।

গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জে নিহত হয়েছেন কৃষক ইফাজ উদ্দিন (৬৫) ও শুকুর আলী। ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান তারা।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধান কাটার পর বিলে গোসল করতে গিয়ে মারা যান কৃষক আব্দুল আওয়াল (৫০)।

নরসিংদীর রায়পুরায় নিহত হন কৃষক ইব্রাহিম হোসেন (৪৫)। বৃষ্টির মধ্যে ধান কাটতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয়ে তিনি মারা যান।

হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওরে ধান কাটার সময় মারা যান মনিরুল ইসলাম ও কপিল উদ্দিন—দুজনই চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত মৌসুমি শ্রমিক।

স্থানীয় প্রশাসন জানায়, বজ্রপাতে নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলমান। হাওর ও খোলা মাঠে কাজের সময় কৃষকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *