ফের ইরানে হামলার নির্দেশ, যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ

1 Min Read
সম্প্রতি ইরানের হামলায় বিধ্বস্ত ইসরায়েলের একটি ভবন। ছবি: সিনহুয়া
Highlights
  • ইরানের মতে, ১৩ জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪০০ জনের বেশি নিহত হয়েছেন, যার মধ্যে ১৩টি শিশু রয়েছে। আহত হয়েছেন তিন হাজার জনের বেশি। অপরদিকে, ইরানে চালানো হামলায় ইসরায়েলের অন্তত ২৪ জন নাগরিক নিহত হন।

 

১২ দিন পর যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগে ইরানে ফের হামলার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

আল জাজিরার লাইভ নিউজে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ওই হামলার নির্দেশ দেন। তার অভিযোগ, তেহরান যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরই জেরে ওই পাল্টা হামলার নির্দেশ দেন কাটজ।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মঙ্গলবার রাতেই ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। উভয় পক্ষকে যুদ্ধবিরতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান তিনি।

ট্রাম্পের ওই ঘোষণার কিছুক্ষণ পরই ইরান একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে অভিযোগ। এরফলে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেভায় অন্তত চারজন নিহত হয়।

এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েল যদি তাদের ‘অবৈধ আগ্রাসন’ স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে বন্ধ করে, তাহলে তেহরানও হামলা বন্ধ করবে।

তবে তিনি বলেন, ‘এখনও কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতিতে সম্মত হয়নি তেহরান।’

ইরান সোমবার রাতে কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনাগুলোতে আগের দিনের হামলার জবাব বলে দাবি করে তেহরান।

ইরানের মতে, ১৩ জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪০০ জনের বেশি নিহত হয়েছেন, যার মধ্যে ১৩টি শিশু রয়েছে। আহত হয়েছেন তিন হাজার জনের বেশি। অপরদিকে, ইরানে চালানো হামলায় ইসরায়েলের অন্তত ২৪ জন নাগরিক নিহত হন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *