বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শনিবার সন্ধ্যায় গুলশানে তার ছোট ভাই শামিম ইস্কান্দারের বাসায় গিয়েছিলেন।
আবাসস্থল ফিরোজার বাইরে গিয়ে দীর্ঘদিন পর তিনি জনসমক্ষে উপস্থিত হন। এটি ছিল লন্ডনে চার মাস চিকিৎসা শেষে ৬ মে ঢাকায় ফেরার পর তার প্রথম ঘরের বাইরে যাওয়া।
দেশে ফেরার পর তার চিকিৎসক দল গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিল। ভাইয়ের বাসায় তার এই সফরকে তার সুস্থতার পথে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এর আগে শনিবার সকালেই খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান বনানী কবরস্থানে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। তারা সেখানে কোরআন তেলাওয়াত করেন ও দোয়া করেন। ২০১৫ সালে মারা যাওয়া কোকো একজন ক্রীড়া সংগঠক ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রায় ১৭ বছর পর শাশুড়ির চিকিৎসার সময় পাশে থাকার জন্য বাংলাদেশে ফিরে এসেছেন। কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও তাদের সঙ্গে ছিলেন।
খালেদা জিয়ার দেশে ফিরে জনসমক্ষে আসা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি করেছে। তারা তার উপস্থিতিকে দলের জন্য একটি নবপ্রাণ সঞ্চারকারী ঘটনা হিসেবে দেখছেন।