ফুটবল নিয়ে নিয়মিতই আলোচনায় থাকেন মাহফুজা আক্তার কিরণ। তবে এবার আলোচনার কেন্দ্রে তিনি মাঠের খেলায় নয়—বরং মাঠের বাইরের নাটকে।
ফিফার ৭৫তম কংগ্রেসে অংশ নিতে প্যারাগুয়েতে যাওয়ার কথা ছিল বাফুফের তিন সদস্যের প্রতিনিধি দলের। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন ঠিকই গেছেন, কিন্তু দলের তৃতীয় সদস্য নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ হঠাৎ করেই ‘বাই লাইন’-এর বাইরে!
সূত্র বলছে, সোমবার ভোররাতে প্যারাগুয়ের ফ্লাইট ছিল তিনজনের। তবে ইমিগ্রেশন চেকপয়েন্টে কিরণকে আটকে দেওয়া হয়। একেবারে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয় তাঁকে বাড়িতে।
কেন এই বাধা? এক উচ্চপর্যায়ের ইমিগ্রেশন সূত্র জানায়, দুর্নীতির অভিযোগে তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।
কিরণের ফোন বেজে গেলেও, তিনি ফোন ধরেননি। তবে বাফুফের দুজন সদস্য নিশ্চিত করেছেন, তিনি প্যারাগুয়ে যেতে পারেননি এবং ইতিমধ্যে বাসায় ফিরে গেছেন।
উল্লেখ্য, ফিফা কাউন্সিলের সাবেক সদস্য কিরণ বর্তমানে এএফসি ও সাফ কংগ্রেসের নিয়মিত মুখ। সম্প্রতি তিনি ছিলেন মালয়েশিয়া ও শ্রীলঙ্কার কনফারেন্সেও। কিন্তু এবার যেন তাঁকে আটকাল ‘ভিএআর’!
বাফুফে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে এমন ঘটনায় ফুটবল মহলে চলছে তুমুল আলোচনা—ঠিক কী কারণে থামানো হলো তাঁকে? আর কতটা গভীরে রয়েছে এই নিষেধাজ্ঞার শিকড়?