অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নামে শোক পালনের আহ্বান জানানো একটি ‘ভুয়া ভিডিও’ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে উপদেষ্টার কথিত কণ্ঠে শুক্রবার কালো ব্যাজ পরা এবং বঙ্গবন্ধু পরিবারের নিহতদের জন্য দোয়া করার আহ্বান শোনা যায়।
বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এতে ‘ভুয়া অডিও’ যুক্ত করা হয়েছে।
প্রেস উইং যাচাই করে দেখেছে, এটি যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের ৯ আগস্ট প্রকাশিত ‘প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যে বার্তা দিলেন’ ভিডিওর অংশ ব্যবহার করে তৈরি। তবে মূল ভিডিও ও প্রচারিত ভিডিওর অডিওতে বড় ধরনের অমিল রয়েছে।
তারা জানায়, শুক্রবার দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ১৫ আগস্ট বিষয়ে কোনো কথা বলেননি। ভিডিওটি ভালোভাবে দেখলে উপদেষ্টার ঠোঁটের নড়াচড়া ও প্রচারিত অডিওর মধ্যে অসংগতি ধরা পড়ে।
অন্তর্বর্তী সরকার ৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ আটটি জাতীয় দিবস পালন না করার সিদ্ধান্ত নিয়েছে এবং গত বছরের অক্টোবরে জারি করা হয়েছে এ সংক্রান্ত আদেশ।