প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হবে রোববার।
যেখানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হবে। শনিবার বিকালে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।
শফিকুল আলম নিশ্চিত করেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু হবে। তিনি নুরের উন্নত চিকিৎসার নিশ্চয়তাও দিয়েছেন।
চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, দেশে নির্বাচনের জন্য পরিবেশ তৈরি রয়েছে এবং কোনো শক্তি বা ষড়যন্ত্র এই প্রক্রিয়াকে থামাতে পারবে না।
তিনি আরও বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং কোনো প্রতিকূল পরিস্থিতি এই সময়সীমাকে বাধাগ্রস্ত করতে সক্ষম হবে না।’
শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে দ্বিতীয় দফা সংঘর্ষে ও আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রাত সাড়ে ৯টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা। তার মাথা ফেটে গেছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
শনিবার এক বিবৃতিতে সরকার বলেছে, অন্তর্বর্তী সরকার গণঅধিকার পরিষদের সভাপতি, জুলাই আন্দোলনের অগ্রগামী নেতা এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার আদায়ের অবিচল সংগ্রামী নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।