সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ শনিবার (১৯ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।
খেলার শুরু থেকেই পিটার বাটলারের শিষ্যাদের দাপট ছিল চোখে পড়ার মতো। একের পর এক আক্রমণে শ্রীলঙ্কার রক্ষণকে নাজেহাল করে তোলে লাল-সবুজের মেয়েরা। অবশেষে ২৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোলটি এনে দেন কানন রানী বাহাদুর। মাঝমাঠ থেকে এগিয়ে এসে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।
এরপরও থেমে থাকেনি বাংলাদেশের আক্রমণ। ডান ও বাম প্রান্ত ধরে একাধিক সুযোগ তৈরি করেছে তারা। ম্যাচের ৩০ মিনিট পর্যন্ত বলের দখল ও মাঠের নিয়ন্ত্রণে ছিল একচেটিয়া আধিপত্য।
প্রথমার্ধের যোগ করা সময়ে আবারো গোলের দেখা পায় স্বাগতিকরা। তৃষ্ণা রানীর শট বারে লেগে ফিরে এলে বলটি পায়ে পান পূজা, যেখান থেকে সহজেই বল পাঠিয়ে দেন জালে। বাংলাদেশের লিড তখন ২-০।
প্রথম ম্যাচে জয়ের পর আজকের ম্যাচেও জয় পেতে দৃঢ় প্রতিজ্ঞ লাল-সবুজের মেয়েরা। পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করতে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।