‘যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে ছিলেন, নিশ্চিত করেছে সিএএবি’ শিরোনামের একটি প্রতিবেদন বুধবার আমাদের পোর্টালে প্রকাশিত হয়। আমরা স্বীকার করি, এতে তথ্যগত ভুল ছিল, যা বিভ্রান্তিকর বা ক্ষতিকর হতে পারে।
পর্যালোচনার পর, আমরা নিশ্চিত হয়েছি, প্রতিবেদনটির কিছু তথ্য যথাযথভাবে যাচাই করা হয়নি। এটি আমাদের সম্পাদনাগত মানের সঙ্গে সংগতিপূর্ণ না হওয়ায় আমরা তা তৎক্ষণাৎ প্রত্যাহার করেছি।
এই ভুলের জন্য আমরা গভীরভাবে দুঃখিত। একই সঙ্গে আমাদের পাঠকদের কাছে এই মিথ্যা তথ্যের জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।
দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি প্রতিশ্রুতি হিসেবে, আমরা সংশ্লিষ্ট কর্মীদের যাচাই-বাছাই সম্পর্কে পুনরায় সতর্ক করেছি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়। আমাদের সম্পাদনাগত নির্দেশিকার অধীনে একটি অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে।
www.tob.news পাঠকদের বিশ্বাসকে মূল্যায়ন করে। পাশাপাশি সঠিক, ন্যায্য এবং যাচাই করা তথ্য দেওয়ার প্রতিশ্রুতি অব্যাহত রাখে।