রাজধানীর আদাবরে দুর্বৃত্তদের হামলায় পুলিশ সদস্য আহতের ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে ১০২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের আদাবর থানা পুলিশ।
আদাবর সুনিবিড় হাউজিং এলাকায় সোমবার রাত দশটার দিকে একটি পুলিশ টহল দল ভিকটিম উদ্ধারে করতে গেলে স্থানীয় কিছু দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্য আল আমিনকে আঘাত করে গুরুতর আহত করে। তারা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।
আদাবর থানা পুলিশ জানায়, সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ১০২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, মো. মিজান মাতব্বর (২৮) , মো. রাব্বি (২১) , মো. রবিউল ইসলাম ওরফে রবি মন্ডল (৫০) , জুয়েল সরদার (২৬), সবুজ মিয়া (২৬) মোছা. রিনা বেগম (৩০) , ফজলু শেখ (৩৮), নাজমুল হুদা (৪২), মো. মন্তাজ আলী(৫০), মো. রাইমুল (২৭) , আলমগীর শরীফ (৪৩), মো. আরিফ (২৪), মো. রাজন ব্যাপারী (২৯), মো. শরিফ (১৮), নাদিম আলী (৩০), মো. বকুল মিয়া (৩০), মো. আল আমিন (৪২), শ্রী ফুলকুরমার রায় (২৫), মো. নাজমুল হোসেন (২০), মো. মনির হোসেন(২৫), মো. ফারুক (২২), মো. আ. রহিম (৪২), মো. আলী হোসেন (৩০), মো. মুছা শেখ (৪৩), মো. রবিউল মোল্লা (২৯), মো. রুবেল আলী শেখ (৩৫), শওকত আলী আছির (৩৫) মো. জুবায়ের হোসেন (২৪) রাজীব শেখ (৩২), মো. রাকিবুল ইসলাম (২২), মনিরুল ইসলাম (৩০), রাশেদ পারভেজ (২৯), মো. রাকিব হোসেন (২১), সুজন মিয়া (২২), মো. সাহেদ আলী (৪৮), হাবিবুর রহমান (৫০), জয় রায় (১৯), রাব্বী হোসাইন (১৯), মো. রাহাদ (৩৫), মো. আলী আকবর (১৯), মো. রুবেল হাওলাদার(৩২), শফিউল্লাহ ইবনে সিরাজ (৩১), মো. সেলিম (৩৩), নাছির উদ্দিন সরদার (২৮), মো. মাইনুল হোসেন (২৫), মো. নিজাম (৩৫), মো. মাইন উদ্দিন (৪৭), মো. সোলাইমান (৩০), রঞ্জিত রায় (৪৫), মোহাম্মাদ রহমান (৩৭), আলী আকবর (৪৮), মো. জিহাদ (১৯), মো. আরিফ (৩৩), মো. ইয়াছিন আলী (২০), মো. রানা আহম্মেদ (২২), মোহাম্মদ আলী (৪৩), মো. বাদশা মিয়া (২৫), মো. সবুজ (৩৩), রাশেদ আলী (২২), মো. হামীম ইসলাম (১৯), মো. নাছির ইসলাম (২৫), মো. ইসমাইল আকন্দ (২৪), মো. শাহ আলম (৪০), মো. হুমায়ুন কবির (৩১) ও মোছা. রুবিনা আক্তার (১৯)।
এ সময় তাদের কাছ থেকে ২৫টি লাঠি, ১২টি সামুরাই তলোয়ার, ১১টি রড এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ জনকে নিয়মিত মামলায় এবং বাকি ৯৭ জনকে ডিএমপি অধ্যাদেশের মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।