পাকিস্তানে বাস থেকে নামিয়ে নয় যাত্রীকে গুলি করে হত্যা

টাইমস রিপোর্ট
1 Min Read
বেলুচিস্তানে নয়জন যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পাঞ্জাবগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে অন্তত নয়জন যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে সশস্ত্র বন্দুকধারীরা। শুক্রবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম ‘ডন’।

প্রতিবেদনে বলা হয়েছে, কোয়েটা থেকে লাহোরগামী একটি বাস বৃহস্পতিবার রাতে বেলুচিস্তানের ঝোব শহরের কাছাকাছি সুর-ডাকাই এলাকায় পৌঁছালে সেটির গতি রোধ করে সশস্ত্র হামলাকারীরা।

তারা বাস থেকে যাত্রীদের নামিয়ে একে একে পরিচয় যাচাই করে অন্তত নয়জনকে গুলি করে হত্যা করে।

ঝোবের সহকারী কমিশনার নাভিদ আলম জানান, যাত্রীদের বাস থেকে নামিয়ে নেওয়ার পর গুলি চালানো হয়। নিহতদের মরদেহ রেখনি হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বেলুচিস্তান প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘‘সন্ত্রাসী কর্মকাণ্ড’’ বলে অভিহিত করেছেন।

সরকারি কর্মকর্তা শাহিদ রিন্দ বলেন, ‘‘সন্ত্রাসীরা বাস থামিয়ে যাত্রীদের টেনে নামায়, পরিচয় নিশ্চিত করে, তারপর নয়জন নিরীহ পাকিস্তানিকে নির্মমভাবে হত্যা করে।”

তিনি জানান, হামলাকারীদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে এবং পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।

ডন পত্রিকার খবরে বলা হয়েছে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) হামলার দায় স্বীকার করেছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *