পাকিস্তানের বেলুচিস্তানে একটি আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন।
মঙ্গলবার কোয়েটা স্টেডিয়ামের কাছে বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) একটি সমাবেশের কাছে পার্কিং এলাকায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বিবিসি। বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী আতাউল্লাহ মেঙ্গলের স্মরণে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল।
ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে।
আফগানিস্তান এবং ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশ পাকিস্তানের বৃহত্তম এবং একইসঙ্গে দরিদ্রতম অঞ্চল। এর বাসিন্দারা প্রায়ই ইসলামিক স্টেটসহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর হামলার সম্মুখীন হন।
এএফপির পরিসংখ্যান অনুসারে, ১ জানুয়ারি থেকে বেলুচিস্তান ও পার্শ্ববর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠীগুলির সহিংসতায় ৪৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।
বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকারের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে আত্মঘাতী হামলাকারী সমাবেশস্থলে পৌঁছতে পারেনি।
বিস্ফোরণটি সমাবেশস্থলে ঘটলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতো বলে সাংবাদিকদের জানিয়েছেন সরকারি কর্মকর্তা হামজা শাফকাত।