পাঁচ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা, নিম্নাঞ্চলে প্লাবন

টাইমস রিপোর্ট
1 Min Read
প্রবল ঝড়-বৃষ্টিতে দুর্ভোগ দেখা দিয়েছে নগরজীবনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তোলা ছবি: ফাইল ছবি/ ফোকাস বাংলা
Highlights
  • এরই মধ্যে টানা বৃষ্টিতে রাজধানীসহ বিভিন্ন শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এখন স্থলভাগে এসে ঢাকায় অবস্থান করছে। শুক্রবার সকাল সাড়ে আটটায় আবহাওয়া অধিদপ্তর জানায়, এটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং ধীরে ধীরে লঘুচাপে পরিণত হতে পারে। তবে এর প্রভাবে শুক্রবার সারা দিন এবং শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, শুক্রবার রাতেই নিম্নচাপটি সাতক্ষীরা অঞ্চলে স্থলভাগে উঠে আসে এবং এরপর তা ঢাকামুখী হয়। বর্তমানে এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে।

এ অবস্থায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি বলতে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ও অতিভারী বৃষ্টি বলতে ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিকে বোঝানো হয়।

এরই মধ্যে টানা বৃষ্টিতে রাজধানীসহ বিভিন্ন শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোলা-পটুয়াখালীর কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। কয়েকটি জায়গায় বাঁধ ভেঙে গেছে।

নোয়াখালীর মাইজদীকোর্টে বৃহস্পতিবার ১৬৮ মি.মি. এবং ঢাকায় ৮৬ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি উন্নতি হলেও প্রভাব কিছুদিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *