নোয়াখালীর অন্যতম বৃহৎ পাইকারী মাছের আড়ৎ- হাতিয়া চেয়ারম্যান ঘাট, নদী ভাঙনের কবলে পড়ে বিলীন হতে বসেছে। দীর্ঘদিন ধরে ভাঙনের শিকার ঘাটটির বড় একটি অংশ ইতোমধ্যে নদীগর্ভে চলে গেছে। অবশিষ্ট অংশ রক্ষায় স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও জেলেরা ব্যক্তিগত উদ্যোগে জিওব্যাগ ফেলে চেষ্টা চালাচ্ছেন। তবে, স্থায়ীভাবে ভাঙন রোধে তারা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
স্থানীয় মৎস্যজীবী সমিতির সভাপতি সাহাব উদ্দিন কিরণ বলেন, ‘এই ঘাট আমাদের জীবিকা। নিজেদের সামর্থ্য অনুযায়ী ভাঙন ঠেকানোর চেষ্টা করছি, কিন্তু এটি সাময়িক সমাধান। সরকার যদি স্থায়ী ব্যবস্থা না নেয়, তাহলে এই ঘাট আর থাকবে না।’
সরেজমিনে দেখা যায়, নদীর তীব্র স্রোত গত কয়েক মাস ধরে ঘাটের বিভিন্ন অংশ গ্রাস করছে, এবং চলতি বর্ষায় ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। ঘাটের গুরুত্বপূর্ণ অংশগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় জেলে ছালামত হাই বলেন, ‘এই ঘাটই আমাদের রুটি-রুজির একমাত্র উপায়। যদি এ ঘাট বিলীন হয়ে যায়, আমাদের মাছ কোথায় বিক্রি করব?’

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহী বলেন, ‘আমরা জিওব্যাগ দিয়েছি, তারা নিজস্ব অর্থায়নে কাজ করছে। সিডিএসপি প্রকল্পের আওতায় আপদকালীন সময়ে ভাঙন রোধে প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং স্থায়ী ব্লক নির্মাণের কাজ চলছে।’