সংগীতশিল্পী নাদিয়া ডোরা নতুন গান উপহার দিলেন শ্রোতাদের। ভিডিওচিত্র আকারে প্রকাশিত হয়েছে এটি। ‘চল প্রেমে পুড়ে যাই’ শিরোনামের গানটির চিত্রায়ন হয়েছে নেপালে। বিভিন্ন দৃশ্যে দেশটির ধর্মীয় স্থাপনা, সংস্কৃতি, স্থানীয়দের জীবনযাপন, প্রকৃতি, রাস্তাঘাট ও দোকানপাট উঠে এসেছে। ভিডিওতে মডেল হয়েছেন ডোরা নিজেই।
নতুন গানটির কথা এমন– “চল প্রেমে পুড়ে যাই/বন্ধু ভালোবেসে উড়ে যাই/হৃদয় দহনে, এ মন গহীনে/দু’জনে মিলে হবো ছাই।” গানটি এসেছে ইউটিউবে জি-সিরিজ চ্যানেলে। ভিডিওটি নির্মাণ করেছেন নীরাজ বীর।

‘চল প্রেমে পুড়ে যাই’ লিখেছেন ও সুর-সংগীত পরিচালনা করেছেন অটামনাল মুন। তিনি বলেন, ‘এ গানটি যে জনরার, সেটাকে চিলস স্টেপ বলে। এতে অন্যান্য মিউজিকের পাশাপাশি ইলেক্ট্রিক গিটার, অ্যাকুস্টিক গিটার, ইলেক্ট্রনিক ইনস্ট্রুমেন্ট মিক্স করে আমার সিগনেচার রেখেছি। গানটিতে সুদিং যে সাউন্ড তৈরি করেছি এটি শ্রোতাদের জন্য একটি সুন্দর ট্রিপের মতো অভিজ্ঞতা দেবে আশা করি।’

লোকজ আঙ্গিকের গানে নাদিয়া ডোরার পরিচিতি থাকলেও এবার একটু অন্য ধাঁচের কাজ করেছেন তিনি। এখন নতুন গান প্রকাশের উচ্ছ্বাসে ভাসছেন গায়িকা। তার কথায়, ‘আমার পক্ষ থেকে এটি ভক্তদের জন্য উপহার। আমি সবসময় ফোক গাই তা কিন্তু নয়, রবীন্দ্রসংগীত আর আধুনিক গানও গাই। নতুন গানের মাধ্যমে সেই বার্তাই দিতে চেয়েছি। ভালোবাসার গানটিতে আমার গায়কীতে ভিন্ন আঙ্গিক পাবেন শ্রোতারা।’
নিয়মিত স্টেজ শো, নিজের ব্যান্ড প্যান্ডোরা ও নতুন গান নিয়ে ব্যস্ত সময় কাটছে ডোরার।