সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে ফাঁকাই যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দলের সূচি। এশিয়া কাপের আগে ম্যাচ খেলার ঘাটতি পোষাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ডেকে আনছে নেদারল্যান্ডস দলকে। ডাচদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সিলেট যাচ্ছে বাংলাদেশ দল। কিন্তু দলের সাথে যাচ্ছেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, পারিবারিক কারণেই ডাচদের বিপক্ষে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশের বর্তমান ওয়ানডে অধিনায়ক।জানা গেছে, অসুস্থ স্ত্রীর পাশে থাকতেই আগামী ২০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন তিনি। যদিও মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিসিবি সভাপতি, পরিচালক, ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ প্রোগ্রামে উপস্থিত ছিলেন মিরাজ। বৃষ্টি মাথায় তড়িঘড়ি করে হোটেলও ছাড়তে দেখা গেছে তাকে, সেশন শেষে।
সিলেটে আগামী বুধবার থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এশিয়া কাপের প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের মধ্য থেকেই বেছে নেয়া হবে নেদারল্যান্ডস সিরিজের দল। অবশ্য এশিয়া কাপের চূড়ান্ত দল পেতেও বেশি অপেক্ষা করতে হবে না। আগামী ২২ আগস্টের মধ্যেই জানা যাবে কারা যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আট দলের এই টুর্নামেন্টে।
মিরাজের ছুটি শেষ হবে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের এক দিন পর। আসন্ন এই সিরিজে না থাকলে এশিয়া কাপের দলে পাওয়া যাবে তাকে, এমনটাই জানিয়েছে বিসিবির সূত্র। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষেও হোম সিরিজের দলে ছিলেন তিনি।
সিলেটে আগামী ৩০ আগস্ট শুরু হবে ডাচদের বিপক্ষে সিরিজ। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর।