নেত্রকোনায় মাকে হত্যায় ছেলের যাবজ্জীবন

টাইমস ন্যাশনাল
1 Min Read

নেত্রকোনায় মাকে হত্যায় মোবারক হোসেন সাগর নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে নেত্রকোনার জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন।

রায়ে আসামি সাগরকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার একমাত্র আসামি মোবারক হোসেন সাগর মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি মায়ের সঙ্গে একই উপজেলার বাহাম পশ্চিমপাড়া গ্রামের নানা বাড়িতে বসবাস করতেন।

এজাহার সূত্রে জানা গেছে, আসামি সাগর বখাটে ও মাদকাসক্ত ছিলেন। তিনি সংসারের কাজকর্ম করতেন না। মাদকসেবন নিয়ে কথা বলায় মা মনোয়ারা বেগমের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো।

২০২২ সালের ২৪ অক্টোবর বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে সাগর বসতঘরের ভেতরে মায়ের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় মনোয়ারা বেগমের ছোটভাই ইউনুস মিয়া হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সাগরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ছিলেন আবুল হাসেম। তিনি জানান, আসামির জবানবন্দি ও ১০ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সাগরের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে বিচারক সাগরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *