রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এ কারণে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিভাগীয় প্রধানরা তাকে সার্বক্ষণিক দেখছেন। তার নাকের হাড় ও চোয়ালের হাড় পুরোপুরি ঠিক হওয়ার জন্য চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে।’
‘এছাড়া তার চোখের মধ্যে যে রক্তজমাট বেঁধেছে, তা ঠিক হতে এক থেকে দুই সপ্তাহ লাগতে পারে। মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সম্মিলিত সিদ্ধান্তে তাকে কেবিনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত হয়েছে’, যোগ করেন পরিচালক।
তিনি আরও জানান, নুরকে সাধারণ খাবার খেতে বলা হয়েছে৷ তবে তিনি খাবার খাওয়ার সময় ব্যাথা পাচ্ছেন বলে চিকিৎসকদের জানিয়েছেন। এ সমস্যাও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
আসাদুজ্জামান বলেন, ‘আঘাতের পর নুরের নাক থেকে রক্তক্ষরণ হয়ে কিছু অংশ শ্বাসনালীতে চলে গিয়েছিল। গতকাল (রোববার) কাশির সঙ্গে দুবার সেই রক্ত এসেছে। তবে এতে চিন্তার কিছু নেই।’
গত শুক্রবার রাতে, রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টির সঙ্গে সংঘর্ষে জড়ান গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসসহ গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী।
পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে নিয়ে যান সংগঠনের নেতাকর্মীরা। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন।
নুরের খোঁজ নিলেন নৌপরিবহন উপদেষ্টা
এদিকে, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন নুরকে দেখতে সোমবার সকালে যান নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
তার চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। সেইসঙ্গে নুরসহ অন্য আহতদেরও সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্দেশনা দেন এম সাখাওয়াত হোসেন।
এ সময় উপদেষ্টা বলেন, ‘নুরুল হক নুরসহ আহতদেরকে উন্নত চিকিৎসার স্বার্থে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নুরের দ্রুত আরোগ্য কামনা করে এই ঘৃণ্য হামলার ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেন নৌপরিবহন উপদেষ্টা। পাশাপাশি হামলায় জড়িতদের সরকারের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।