নুরের ওপর হামলার পুনরাবৃত্তি চায় না বিএনপি: মঈন খান

টাইমস রিপোর্ট
1 Min Read
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরের খোঁজখবর নিতে যান ডা. আব্দুল মঈন খান। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার পুনরাবৃত্তি চান না বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘গত বছরের আগস্ট থেকে গণতন্ত্রের যে রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে তা শিগগিরই শেষ করা হবে। এতে নুরের ওপরে যা হয়েছে তা দেশে আর কোনোদিন পুনরাবৃত্তি ঘটবে না।’

‘কেন তাকে এ পরিণতিতে আসতে হল তা ভেবে দেখতে হবে। এমন নির্মম নির্যাতন বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না,’ যোগ করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া কার্যকর করার একমাত্র উপায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। জনগণের ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই দেশ পরিচালনা করবে। এই প্রক্রিয়া ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে।’

তিনি বলেন, ‘এখানে শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতিতে সবার মতপ্রকাশের স্বাধীনতা থাকতে হবে। গায়ের জোরে কারও মুখ বন্ধ করা যাবে না। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি, অশান্তির রাজনীতিতে নয়।’

ঢামেক হাসপাতালে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুধ উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *