জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করলেই চলমান সব সংকট হালকা হয়ে যাবে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি ভোটের জন্য আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শুরু অথবা মাঝামাঝি একটি তারিখ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান।
শুক্রবার (১১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, ‘কায়দা-কৌশল করে, সংস্কার কিংবা বিচারের নামে নির্বাচন ঠেকানোর প্রচেষ্টা চলছে, এসব অপচেষ্টা অকার্যকর। দেশের মানুষ এখন একটি নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে।’
‘তারেক রহমান ও ড. ইউনূসের লন্ডন বৈঠকের পর ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচনের একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেই দেশের চলমান রাজনৈতিক সংকট অনেকাংশে কেটে যাবে।’
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিজেকে রাজনৈতিকভাবে ধ্বংস করেছে। এই আত্মবিনাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দায়ী। তারা ১০০ বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সংযত আচরণ করতে হবে। একে অন্যকে সহ্য করার সংস্কৃতি তৈরি না হলে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়।’
‘বর্তমানে দেশের একমাত্র প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই সব সমস্যার রাজনৈতিক সমাধান সম্ভব।’