নারী নিপীড়নের প্রতিবাদে ঢাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

টাইমস রিপোর্ট
2 Min Read
নারী নিপীড়নের প্রতিবাদে ঢাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি। ছবি: টাইমস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীর বিরুদ্ধে রিট আবেদনকারী এক নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ধারাবাহিক সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে টিএসসিতে জড়ো হয়ে ছাত্রদল নেতাকর্মীরা মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভিসির কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।

ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ‘৫ আগস্টের পর নারীদের পোশাকের এবং কথা বলার স্বাধীনতা হরণ করেছে একটি গুপ্ত সংগঠন, যারা নিজেদের পরিচয় দিতে লজ্জা পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আলী হোসেন নামের একজন শিক্ষার্থী তার সহপাঠীকে ধর্ষণের হুমকি দিয়েছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্র তার বিরুদ্ধে বিন্দু পরিমাণ ব্যবস্থা নেয়নি। তাদের কাছে আলী হোসেনকে দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানাই। তাকে একাডেমিক শাস্তির আওতায় নিয়ে আসবেন। আমরা সুস্থ সুন্দর নিরাপদ ক্যাম্পাস গড়তে চাই।’

নারী নিপীড়নের প্রতিবাদে ঢাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি। ছবি: টাইমস

ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘ ওই ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে আলী হোসেন নামক একজন শিক্ষার্থীর গণধর্ষণ করার প্রকাশ্য হুমকির প্রতিবাদে আমরা এখানে প্রতিবাদ কর্মসূচি করছি।’

‘আমাদের নারী নেত্রীরা এবং সচেতন শিক্ষার্থীরা বারবার সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। শিক্ষার্থী সংসদ এবং শিক্ষার্থী সংসদ-২ গ্রুপগুলোতে নারীদেরকে সাইবার বুলিং করার ব্যাপারে আমরা প্রশাসনকে বার বার অবগত করার পরও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেননি,’ যোগ করেন তিনি।

ছাত্রদলের ঢাবি শাখা সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের অবিশ্বাসী একটি শক্তি, যারা গণ অভুত্থান পরবর্তী সময়ে সহনশীল রাজনীতির বিপরীতে গিয়ে সামাজিক মাধ্যমে হয়রানি করে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি নিপীড়নমূলক, অস্থিতিশীল ক্যাম্পাসের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীও তার মত প্রকাশের কারণে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি পেয়েছেন।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *