‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের ১০ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
রোববার জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের নরসিংদী জেলা শাখার আয়োজনে আবদুল কাদির মোল্লা সিটি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্মসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
বৃক্ষরোপণ চলাকালে প্রধান অতিথির উপস্থিতিতে কলেজের মানবিক বিভাগের কিছু শিক্ষার্থী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়।
এরই পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ ১০ শিক্ষার্থীকে তাৎক্ষণিক কলেজ থেকে ক্লাস বর্জনসহ সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান।