নড়াইলের অবৈধ চিড়িয়াখানা থেকে ২৫ বন্যপ্রাণী উদ্ধার 

টাইমস ন্যাশনাল
1 Min Read
চিড়িয়াখানা থেকে উদ্ধার করা বন্যপ্রাণী। ছবি: টাইমস

নড়াইলের লোহাগড়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি চিড়িয়াখানা থেকে ২৫টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন অধিদপ্তর।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার নিরিবিলি পিকনিক স্পট এলাকায় অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এ অভিযান পরিচালনা করে।

উদ্ধার করা বন্যপ্রাণীর মধ্যে রয়েছে- একটি অজগর সাপ (প্রায় ৭ ফিট লম্বা), একটি মেছো বিড়াল (ধূসর ডোরাকাটা), আটটি কালিম পাখি (বেগুনি রঙের), চারটি হাঁস, দুইটি সাদা বক, দুইটি কালি বক, দুইটি মুখ পোড়া হনুমান এবং অজ্ঞাতনামা ৬টি প্রাণী।

অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস। অভিযানে সহযোগিতা করে লোহাগড়া থানা পুলিশ।

বন অধিদপ্তর জানায়, এ ধরনের অবৈধ চিড়িয়াখানা বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে। উদ্ধার করা প্রাণীগুলো যথাযথভাবে সংরক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান সরকারের কঠোর অবস্থানের প্রতিফলন এবং বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

রথীন্দ্র কুমার বিশ্বাস জানান, ‘বন্যপ্রাণী বনে সুন্দর। অবৈধভাবে এসব প্রাণী আটকে রাখা হয়েছিল। অভিযানে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সকলকে বন্যপ্রাণী সম্পর্কে ধারণা নিতে হবে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *