দেশি কোচদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠকে কী সিদ্ধান্ত এলো?  

টাইমস স্পোর্টস
2 Min Read
দেশি কোচদের সাথে কথা বলছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: বিসিবি

দীর্ঘদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নিজের সেই অভিজ্ঞতার আলোকেই সোমবার বাংলাদেশের স্থানীয় কোচদের সাথে এক বৈঠকে বসেছিলেন তিনি। হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি), বাংলা টাইগার্স ও ‘এ’ দলের সাথে যুক্ত কোচদের মানোন্নয়নের উদ্দেশ্যেই বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয় বিসিবি কার্যালয়ে। 

বৈঠকে বিসিবি সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম। সন্ধায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয় বিসিবির মিডিয়া বিভাগ থেকে। 

সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ক্রিকেটের উন্নয়নের জন্য কাঠামো বদলের নানান উদ্দ্যোগ নিয়েছেন বুলবুল। সেই ধারাবাহিকতায় বিসিবির বিভিন্ন স্তরে কাজ করা বেতনভূক্ত কোচদের ডাকা হয় দীর্ঘমেয়াদী উন্নয়ন, পরিকল্পনা, প্রতিভা অন্বেষণ ও তাদের দেখভাল করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে। উপস্থিত ছিলেন মিজানুর রহমান বাবুল, সোহেল ইসলাম, তালহা জুবায়ের, রাজিন সালেহ, তারেক আজিজের মতো দেশি কোচরা। 

মূলত কোচিংয়ের খুঁটিনাটি, ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট  নিয়েই বুলবুলের আলোচনা হয়েছে দেশি কোচদের। তাদের সাথে বৈঠকে ছিলেন বিসিবির ট্রেনার, ফিজিওথেরাপিস্ট ও পারফরম্যান্স অ্যানালিস্টরাও। 

বৈঠক শেষে বিসিবি সভাপতি বুলবুল বলেন, ‘আমাদের ক্রিকেটের ভবিষ্যত কতটা শক্তিশালী হবে সেটা নির্ভর করছে আমরা কত ভালোভাবে প্রতিভাবানদের পরিচর্যা করতে পারি। আজকের এই সেশনটা ছিল আমাদের হাই-পারফরম্যান্স ইউনিট (এইচপি) ও অবকাঠামোগত উন্নয়ন প্রক্রিয়া আরও ত্বরান্বিত করতে এক গুরুত্বপূর্ণ ধাপ।’

অবশ্য হুট করে কোচদের সাথে বিসিবির এমন বৈঠকের সংবাদ কৌতুহলের জন্ম দেয়। তবে কোচ মিজানুর রহমান বাবুল জানান, বড় কোনো সিদ্ধান্ত আসেনি, ‘ ঠিক মিটিং না, এটা মতবিনিময় সভার মত আর কি… আমরা দেশি কোচ ৮ থেকে ১০ জনের মতো উপস্থিত ছিলাম। সেখানে মেইনলি এইচপি বা টাইগার্সের যে সকল কোচ বা ফিজিও আছেন তারা উপস্থিত ছিলেন।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *