শ্রীলংকায় আজ সরকারি ছুটির দিন। তাই ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিও ছিল কানায় কানায় পূর্ণ। তবে এই ফুল হাউজ শো’তেও শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। ম্যাচ শুরুর আগে ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড যেখানে বলেছিলেন এটা ১৭০-১৭৫ রানের উইকেট, সেখানে বাংলাদেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনোরকম পেরোল ১৫০ রানের কোটা। টি-টোয়েন্টির ব্যাটিংটা এতদিনেও যে বাংলাদেশ রপ্ত করতে পারেনি, প্রমাণ মিলল আরও একবার। পারভেজ হোসেন ইমনের ৩৮, নাঈম শেখের ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে ৩২ রানে ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান তুলেছে বাংলাদেশ। তবে শেষদিকে শামীম পাটোয়ারী দুই ছক্কা না মারলে হয়তো দেড়শোও পেরোত না বাংলাদেশের সংগ্রহ।
অথচ টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা বেশ ভালোই ছিল। ওপেনিং জুটিতে ইমন আর তানজিদ তোলেন ৪৬ রান। যেখানে বেশিরভাগ রান এসেছে ইমনের ব্যাট থেকেই। সেই জুটিতে নিজের খেলা প্রথম ১৩ বল থেকে ২৯ রান করেন ইমন। তবে অন্য প্রান্তে তানজিদের সহজাত স্ট্রোকপ্লে দেখা যায়নি। আউটও হয়েছেন বেশ দৃষ্টিকটু স্টাইলে। নুয়ান থুসারার লো ফুলটসে আলতো হাতের অন ড্রাইভে কিছু বুঝে ওঠার আগেই শর্ট মিড উইকেটে মাহিশ থিকশানার হাতে ক্যাচ দিয়ে বসেন এই বাঁহাতি ওপেনার।
তানজিদের বিদায়ের পর আরও ৯ বল উইকেটে ছিলেন ইমন। তাকেও ফিরিয়েছেন থিকশানা, তবে বল হাতে। অফস্টাম্পের বাইরে ঝুলিয়ে দেয়া বলে জায়গায় দাঁড়িয়ে এক হাতে লফটেড শট খেলে লং অফে ক্যাচ দেন দাসুন শানাকার হাতে। ৫ চার ও ১ ছক্কায় ২২ বলে ৩৮ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
বিস্তারিত আসছে…