থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত সংঘাতে নিহত ৩২, আহত শতাধিক

টাইমস রিপোর্ট
1 Min Read
কম্বোডিয়ার হামলায় বিধ্বস্ত থাইল্যান্ডের একটি বসতি। ছবি: রয়েল আর্মি থাইল্যান্ড

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে চলমান সংঘাতে নতুন করে ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কম্বোডিয়া। এ নিয়ে দুই দেশের সংঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২, আহত হয়েছেন অন্তত ১৩০ জন।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যালি সোচেয়েতা জানিয়েছেন, সর্বশেষ নিহতদের মধ্যে সাতজন বেসামরিক এবং পাঁচজন সেনা। থাইল্যান্ডের হামলায় কম্বোডিয়ায় অন্তত ৫০ বেসামরিক ও ২০ সেনা আহত হয়েছেন। অন্যদিকে থাই কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে শিশুসহ ১৩ বেসামরিক এবং ছয় সেনা নিহত হয়েছেন, আহত ৫৯ জন।

বৃহস্পতিবার শুরু হওয়া সংঘাতে উভয় দেশ যুদ্ধবিমান, কামান ও ট্যাংক ব্যবহার করছে। প্রেয়াহ বিহার প্রদেশ থেকে প্রায় ২০ হাজার কম্বোডিয়ানকে সরিয়ে নেওয়া হয়েছে। থাইল্যান্ড সীমান্তঘেঁষা এলাকা থেকে ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষকে সরিয়ে নিয়ে ৩০০টি আশ্রয়কেন্দ্র খোলেছে এবং আট জেলায় সামরিক আইন জারি করেছে।

সংঘাত সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করেছে। কম্বোডিয়া অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, আর থাইল্যান্ড কূটনৈতিক আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *