তাসকিনের বিরুদ্ধে ফোনে ডেকে মারধরের অভিযোগ

টাইমস স্পোর্টস
2 Min Read
মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের হয়েছে তাসকিনের বিপক্ষে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস ইউনিটের অন্যতম সদস্য তাসকিন আহমেদ। দীর্ঘদিন ধরেই তিন ফরম্যাটে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা এই পেসার আছেন কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ ক্যাটাগরিতে। কিন্তু দারুণ কোনো বোলিং স্পেল কিংবা চোটের জন্য নয়, তাসকিন এবার খবরের শিরোনাম হলেন ফোনে ডেকে নিয়ে মারধর করে ও হুমকি দেয়ার অভিযোগে।

রবিবার রাতে রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে রাতেই অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

মিরপুর মডেল থানায় দায়েরকৃত অভিযোগে বলা হয়েছে, বাদী সিফাতুর রহমান সৌরভকে ফোন করে ডেকে নিয়ে যান তাসকিন। এরপর তাকে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন। জানা গেছে বাদীর সাথে তাসকিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দুজনের বাসাও একই এলাকা; মোহাম্মদপুর।

থানা সূত্রে জানা গেছে, তাসকিনের বিরুদ্ধে করা অভিযোগ আনুষ্ঠানিকভাবে তারা গ্রহণ করেছেন, ইতোমধ্যে প্রাথমিক তদন্ত প্রক্রিয়াও শুরু হয়েছে। যদিও এই বিষয়ে গণ মাধ্যমে কথা বলতে রাজি হননি থানার কোনো কর্মকর্তা।

এই অভিযোগের বিষয়ে তাসকিনের সাথে যোগাযোগ করতে চাইলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তাসকিনের বাবা আব্দুর রশিদকে কল করা হলেও তিনি কল ধরেননি। যদিও একটি সংবাদ মাধ্যমের বরাতে পাওয়া কল রেকর্ডিংয়ে ভুক্তভোগীর খালাকে তিনি বলেন, ‘কী করবো রে মা? আমি তো ওরে নিয়ে গর্ব করতাম। মা আমারে আর এগুলা বলিস না। আমার লজ্জা লাগে। কোন সঙ্গে পড়েছিল, আল্লাহ জানে।’

তাসকিনের এই ঘটনায় আলোচনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। সোমবার মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গণ মাধ্যমকে জানান, এই বিষয়ে আলাদা তদন্ত করবে বিসিবি। মিঠু বলেন, ‘মিডিয়াতে নিউজটা সকালে দেখলাম। আমাদের আমিনুল ইসলাম বুলবুল এবং ফাহিম ভাইও দেখেছে। এটা নিয়ে অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে। এটা যদি ঘটে থাকে তাহলে সেটা খুব দুঃখজনক। আইকন প্লেয়ার এসবে জড়ানো উচিত না। আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি। কি হয়েছে সেটা আগে বের হোক।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *