তারিক সিদ্দিকের মেয়ে বুশরার আয়কর নথি জব্দের আদেশ

টাইমস রিপোর্ট
1 Min Read
বুশরা সিদ্দিকী। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিকের মেয়ে বুশরা সিদ্দিকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত। তারিক সিদ্দিকী সম্পর্কে শেখ রেহানার দেবর।

মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা ও সহকারী পরিচালক এস. এম রাশেদুল হাসান এ আবেদন করেছিলেন। সেখানে বলা হয়, মামলার এজাহারভুক্ত আসামি বুশরা সিদ্দিকের বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত চলছে।

তদন্তে পাওয়া রেকর্ডপত্র ও তথ্য পর্যালোচনায় দেখা গেছে, আসামি বুশরা সিদ্দিক কর সার্কেল-১৭৪, কর অঞ্চল- ঢাকা, ০৮ এর এক জন আয়করদাতা। আয়কর আইন অনুযায়ী আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করতে আদালতের আদেশ প্রয়োজন বলে উল্লেখ রয়েছে।

এজন্য বর্ণিত আসামির আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্রের মূলকপি জব্দ ও মামলার তদন্তকালে পর্যালোচনার নিমিত্ত সত্যায়িত ছায়ালিপি সরবরাহের আদেশ একান্ত প্রয়োজন।

এর আগে, গত ২৯ এপ্রিল বুশরা সিদ্দিকীসহ তারিক সিদ্দিকীর পরিবারের আট জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিল একই আদালত।

বুশরা সিদ্দিক যুক্তরাজ্যে লেখাপড়া করেছেন। পরে সেখানেই থিতু হন। ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে স্নাতকের পর তিনি জেপি-মরগান ব্যাংকে কিছুদিন চাকরি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কনটেন্ট ক্রিয়েশনের কাজও করেছেন। লন্ডনভিত্তিক ইনফ্লুয়েন্সার হিসেবে তার বেশ পরিচিতি রয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *