তানভীর-ইমনের অভিষেক, টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টাইমস স্পোর্টস
2 Min Read
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি: শ্রীলংকা ক্রিকেট

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে আজ শুরু হচ্ছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পথচলা। নতুন যুগের সূচনায় শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরাজের শুরুটা হয়েছে টসে হেরে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা। অভিষেক হচ্ছে পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলামের। লংকানদের জার্সিতে অভিষেক হচ্ছে পেসার মিলান রথনায়েকের। ।

তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে শ্রীলংকা। অভিষিক্ত মিলানের সাথে আছেন ইশান মালিঙ্গা ও আসিথা ফার্নান্দো। বাংলাদেশের একাদশেও আছেন তিন পেসার, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের অভিষেক হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের অসুস্থতায়। নাঈম শেখের একাদশে ফেরার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তানজিদ তামিমের সাথে ওপেনিংয়ে দেখা যাবে ইমনকে।

এই ম্যাচ দিয়েই ২০ বছর পর বাংলাদেশের পঞ্চপান্ডব খ্যাত সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদদের ছাড়া খেলতে নেমেছে বাংলাদেশ। এই সময়সীমার মধ্যে বাংলাদেশের খেলা ওয়ানডেতে, তাদের কেউ না কেউই ছিলেন। তাদের ছাড়া এর আগে বাংলাদেশ ম্যাচ খেলেছে ২০০৫ সালের চার সেপ্টেম্বর, এই প্রেমাদাসা স্টেডিয়ামেই।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসাবন মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

শ্রীলংকা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রথনায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, ইশান মালিঙ্গা ও আসিথা ফার্নান্দো।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *