ঢাবি শিক্ষার্থীকে ‘গণধর্ষণ’ হুমকির প্রতিবাদে ইবি ছাত্রদল

টাইমস ন্যাশনাল
2 Min Read
ঢাবি শিক্ষার্থীকে ‘গণধর্ষণ’ হুমকির প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ। ছবি: টাইমস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং সারা দেশে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভে নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সদস্যসচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকনউদ্দিনসহ সংগঠনের শতাধিক নেতাকর্মী।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান–‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’, ‘লুঙ্গির নিচে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার’, ‘শিক্ষা সন্ত্রাস, এক সাথে চলে না’, ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস’, ‘জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ’ দেন।

এ সময় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাহমিদা আলম শিবির সমর্থিত এক প্রার্থীর বিরুদ্ধে রিট করার পর শিবির কর্মী আলী হাসান তাকে গণধর্ষণের হুমকি দিয়েছে।’

তিনি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংসতা ও হুমকি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই, যেখানে ভাই-বোনেরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারবেন। ধর্ষণের পক্ষে কেউ অবস্থান নেবেন না।’

২০২৪ সালের ৫ আগস্টের পর, আমরা পরিবর্তিত বাংলাদেশ চাই, যেখানে নিরাপদ ক্যাম্পাস থাকবে, যেখানে আমাদের ভাই-বোনেরা নিরাপদে চলাচল করতে পারবেন, যোগ করেন তিনি।

সমাবেশে সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর কি এমন হলো, আপনারা সবাই একদিনে ছাত্রশিবির হয়ে গেলেন? আপনারা ১৬ বছর ফ্যাসিবাদের সঙ্গে ছিলেন, ধর্ষণ করেছেন, হামলা-মামলা দিয়ে মুক্তিকামী জনতাকে নির্যাতন করেছেন, আজকে আপনারা ছাত্রশিবির সেজেছেন।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *